স্টাফ রিপোর্টার: রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ন সম্পাদক আফতাবুজ্জামান নিপ্পনকে বহন করা প্রাইভেট কার লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করেছে দুবৃত্তরা। তিনি অল্পের জন্য প্রানে রক্ষাপান। তবে গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০ টার দিকে রংপুর নগরীর ব্যাস্ততম এলাকা কামারপাড়া ঢাকা কোচ ষ্টান্ড সংলগ্ন এলাকায়। গুলি বর্ষন করার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি (ক্রাইম) আবু মারুফ হোসেন।এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রংপুর মটর মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আফতাবুজ্জামান নিপ্পন প্রাইভেট কার নিয়ে বাসায় ফেরার পথে রাত আনুমানিক ১০ টা ৫ মিনিটের দিকে নগরীর কামার পাড়াস্থ ঢাকা কোচ ষ্টান্ড পার হয়ে একশ গজ সামনে আকস্মিক ভাবে তার প্রাইভেট কারে গুলি বর্ষন করা হয়। পর পর কয়েকটি গুলি বর্ষন করলে গাড়ির সানের কাচ সহ গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয়।
মটর মালিক সমিতি নেতা নিপ্পন জানান জানান, দুবৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে এ সময় গাড়ির গ্লাস লাগানো থাকার কারনে আল্লাহ পাকের অশেষ করুনায় প্রানে রক্ষা পাই।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি মোস্তাইন বিল্লাহ সাথে বেশ কয়েকবার তার সরকারী মোবাইল ফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবেমেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি( তদন্ত) মোবাইল ফোনে মামলা হয়েছে বলেই ফোন কেটে দেন।
রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি (ক্রাইম) আবু মারুফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ,ঘটনার পর পরেই তিনি সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছেতাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনার পর ঘটনা স্থল সহ আশে পাশের্^র সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে বেশীর ভাগ সিসি ক্যামেরার নাইট ভিশন না হওয়ায় দুবৃর্ত্তদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। তার পরেও দুবৃর্ত্তদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদের ধরে আইনের আওতায় আনা হবে বলে জানান ।